মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
টপ নিউজ::
আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা সিরাজগঞ্জে পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে অপপ্রচারের শিকার বিএনপি নেতা হাফিজ শেখ নোয়াখালীতে আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাইপগানসহ গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে কোরআন তিলাওয়াতরত অবস্থায় মহিলার পড়নে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাই ও মারধরের ঘটনা

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার / ৪৫৫ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন বুধবার (৫ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুর সদর থানায় প্রেস বিজ্ঞপ্তি করেন।

তিনি জানান গতকাল (৪ মার্চ) সকাল আনুমানিক ৯:৩০ টায় বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম বেগম (৭০) বসতঘরের মাঝের কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের মোঃ মিলন শেখ (৪০), পিতা- মৃত সুলতান রহমান শেখ, মাতা- সালেহা বেগম, ঘরে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে পড়েন বৃদ্ধা। তিনি চিৎকার শুরু করলে আসামী তার গলা চেপে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামী বৃদ্ধার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইন (ওজন: অনুমান ০৫ আনা, মূল্য: আনুমানিক ৪৫,০০০ টাকা) এবং এক জোড়া স্বর্ণের কানের রিং (ওজন: অনুমান ০৮ আনা, মূল্য: আনুমানিক ৭৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়।

কানের রিং টান দিয়ে খুলে নেওয়ার সময় বৃদ্ধার ডান কানের লতি ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মরিয়ম বেগমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিনই পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৩, জিআর নম্বর-৩৭, ধারা-৪৫৪/৩৮২ পেনাল কোড)।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী মিলন শেখকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির কোঁচ থেকে চোরাই লকেটসহ স্বর্ণের চেইন (০৫ আনা) এবং একটি স্বর্ণের কানের রিং (০৪ আনা) উদ্ধার করে জব্দ করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি জানান, “আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!