বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

সালিশে গিয়ে লাঞ্ছনার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা নিরব, সুষ্ঠু বিচারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮ বার
আপডেট সময় :: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সাতক্ষীরা সদরের পরানদাহ ও জগন্নাথপুর এলাকায় জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগে মোঃ ইসমাইল হোসেন নিরবের নাম জড়ানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তিনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নিরব জানান, “ঘটনার দিন আমি সাতক্ষীরা শহরের বাজারে অবস্থান করছিলাম। হঠাৎ করে সদর থানা পুলিশের দুইজন সদস্য এসে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য জগন্নাথপুরে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর অজয় কুমার সরকার, যিনি স্থানীয়ভাবে ‘অজয় মাস্টার’ নামে পরিচিত, তার জমি নিয়ে বিরোধের বিষয়ে তদন্ত চলছিল।”

তিনি বলেন, “পুলিশ সদস্যরা অজয় মাস্টারকে কাগজপত্র আনতে বলেন এবং আমি তদন্তকারী দারোগার পেছনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে অজয় মাস্টারের ওপর হামলা চালায়। আমি এবং পুলিশ সদস্যরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু সেই সময় আমার উপরেও হামলা চালানো হয়। আমি কোনোমতে নিরাপদে সরে যাই।”

ঘটনার পর ইসমাইল হোসেন নিরব জানতে পারেন, তার মোটরসাইকেলটি, যা অজয় মাস্টারের বাড়িতে ছিল, সেটি হামলাকারীরা ভেঙে চুরমার করে দেয়। পরে সাতক্ষীরা সদর থানার সহযোগিতায় পুলিশ বাহিনী মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমি ওই জমির মালিক নই, এবং জমি সংক্রান্ত কোনো বিরোধে জড়িত নই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ঘটনাস্থলে গিয়েছিলাম। অথচ আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে।”

মোঃ ইসমাইল হোসেন নিরব প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে নিজের মানহানির বিরুদ্ধে ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!