মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
টপ নিউজ::
আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা সিরাজগঞ্জে পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে অপপ্রচারের শিকার বিএনপি নেতা হাফিজ শেখ নোয়াখালীতে আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পাইপগানসহ গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

পুষ্পধারা প্রপার্টিজ লি. গ্রাহকদের বিশ্বাসের মর্যাদা রাখতে বদ্ধপরিকর: মুহাম্মদ মনিরুজ্জামান

এস এইচ শাকিল / ১৫৭৮ বার
আপডেট সময় :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

পুষ্পধারা প্রপার্টিজ লি. গ্রাহকদের বিশ্বাসের মর্যাদা রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। দেশের আবাসন খাতের অন্যতম এই প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত ‘ভিআইপি উইন্টার ইভেন্ট’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নাগরিক জীবনের আধুনিক সকল সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনকে প্রাধান্য দিয়েই পুষ্পধারা গড়ে উঠেছে। পুষ্পধারায় কর্মরত স্থপতি ও প্রকৌশলীদের পাশাপাশি আধুনিক বিশ্বের নগরায়ণ বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক জীবনের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। গ্রাহকের সন্তুষ্টি অর্জনে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে পুষ্পধারা।

২৮ ডিসেম্বর, শনিবার রাতে রাজধানীর মালিবাগস্থ রাজবাড়ী কুইজিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুষ্পধারার ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সচিব ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য (অব.) শাহ মো. আবুরায়হান আলবেরুনী। বিশেষ অতিথি ছিলেন এনসিটিবি’র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান সম্রাট।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, পুষ্পধারার ডিরেক্টর (মার্কেটিং এন্ড প্রকিউরমেন্ট) হাসিবুল হক মামুন, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ডেপুটি ডিরেক্টর নজির আহমেদ সীমাব, ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মকবুল আহমেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রীম কোর্টের আইনজীবী কে এম মাসুদ রুমী, সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ তারজেল হোসাইন, সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন, আলোচিত সাধারণ জ্ঞানের বই ‘আজকের বিশ্ব’ এর সম্পাদক গোলাম মোস্তফা কিরন, পুষ্পধারার এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান শাহীন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মাওলানা জহুরুল হক, শিল্পী ও গীতিকার রায়হান ফারুক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলসিবিএল ম্যানেজার হারুন অর রশিদ।

শাহ মো. আবুরায়হান আলবেরুনী বলেন, গ্রাহকদের শতভাগ আস্থার নাম পুষ্পধারা। উন্নত বাংলাদেশ বিনির্মাণে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পুষ্পধারা গ্রুপ কাজ করে যাবে- এটাই প্রত্যাশা। পুষ্পধারার এই অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।

প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান সম্রাট বলেন, দেশের আবাসন সংকট সমাধানের লক্ষ্য নিয়ে পুষ্পধারা গড়ে তুলেছিল স্বপ্নদ্রষ্টা শাশ্বত মনির। আজ সেই স্বপ্ন বাস্তবের পথে। পুষ্পধারা তার প্রতিশ্রুতি রক্ষা করে মানুষের আবাসনের স্বপ্ন পূরণ করুক এবং উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাক এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে পুষ্পধারা প্রপার্টিজের চলমান বিভিন্ন প্রকল্পের ওপর প্রেজেন্টেশন উত্থাপন করেন মহিউদ্দিন রিপন।

অনুষ্ঠানে স্পট বুকিং দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ফ্রি র‌্যাফেল ড্র পর্বে ছিল ১৫টি আকর্ষণীয় পুরষ্কার। ১ম পুরষ্কার ৩ দিনের মালেয়েশিয়া ট্যুর অথবা ১০ দিনের ওমরা হজ প্যাকেজ জিতে নেন জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মকবুল আহমেদের মোহনীয় বাঁশির সুর আর ওস্তাদ আলমগীর কবীরের দোতারার ছন্দে আনন্দে মেতে ওঠেন সবাই। ওস্তাদ প্রদীপ মোহন্তের উচ্চাঙ্গ সঙ্গীতে উপস্থিত সকলের প্রাণ জুড়িয়ে যায়। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট লেখক ও কবি নাজিয়া আফরিন ও ব্যারিস্টার মোকসেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!