বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ০৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সরকার “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫” এবং “The Excises and Salt Act (Amendment) Ordinance, 2025” অধ্যাদেশ জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারী করেছে।
০৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। ০৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সরকার “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫” এর মাধ্যমে আলোচ্য পণ্যসমূহের ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করে।
পরবর্তিতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে সরকার মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ৭.৫ শতাংশ নির্ধারণপূর্বক ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
প্রসংগত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীগণের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।