নোয়াখালীতে ৪৫ বছরের বেদখলি সম্পত্তি কোর্টের রায় ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় বুঝে পেলো উত্তরা ব্যাংক পিএলসি, চৌমুহনী শাখা নোয়াখালী।
মঙ্গলবার ২০ মে দুপুরে চৌমুহনী বাজারের বড় মসজিদের উত্তর পাশে রাস্তার পশ্চিমে ৩২৮নং হাজীপুর মৌজার জেলা জরিপী ১১০৩ নং খতিয়ান হাল ১২২৫ নং খতিয়ান ৩৪ নং হোন্ডিং যুক্ত চৌমুহনী পৌরসভার ৭৪৯ দাগে (৫ শতক) সিংহ ব্রাদার্স দালানটি ব্যাংকের অধীনে নিল। দীর্ঘদিনের আইনি লড়াই শেষ করে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের সম্পত্তি ফিরিয়ে পেয়ে খুশি।
নোয়াখালী জর্জ কোর্টের নাজির জনাব আজিম উদ্দিন এর উপস্থিতে সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর উপস্থিতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মো: জাহাঙ্গীর আলম এবং উত্তরা ব্যাংক পিএলসি, চৌমুহনী শাখা নোয়াখালীর ব্যবস্থাপক জনাব মো: মাশুকুর রহমান।
তিনি বলেন ১৯৪৬ সালের নিলামের মাধ্যমে নেয়া সম্পত্তি ১৯৫২ সালে কোর্ট মাধ্যমে বুঝিয়ে দেয়। এ সম্পত্তি বেদখলের জন্য ১৯৮১ সালে মামলা করে ব্যাংক, সর্বশেষ ২ টি মামলার চলমান বৎসর ২৩ এপ্রিল মামলার আদেশক্রমে অদ্য ২০ মে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যাংকে দখল বুঝিয়ে দিতে সক্ষম হন। এজন্য তিনি কোর্ট এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
এই সময় বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দু দখলী অভিযানে উপস্থিত ছিলেন।