বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

‘মেঘের পালক’ ও ’ভালোবাসার উজান গাঙে’ বই এর মোড়ক উন্মোচন

এস এইচ শাকিল / ৫৫৪ বার
আপডেট সময় :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

বইমেলা হলো পাঠক, লেখক ও প্রকাশকের এক মিলনমেলা, যেখানে শব্দের জগৎ প্রাণ পায়। প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলা একাডেমি আয়োজন করেছে অমর একুশে বইমেলা। হাজার হাজার বই এর মাঝেও নতুন নতুন বই এসে বইমেলাকে আরও সমৃদ্ধ করে তোলে। আর লেখকদের মাঝেও বইমেলাকে কেন্দ্র করে নতুন বই প্রকাশ করার আগ্রহও থাকে ব্যাপক। তাই বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে দেখা মিলে নিত্য নতুন বই এর মোড়ক উন্মোচন করার দৃশ্য। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ‘মেঘের পালক’ ও ’ভালোবাসার উজান গাঙে’ বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মেঘের পালক বই এর লেখক, কবি হারুন-অর-রশিদ ও ভালোবাসার উজান গাঙে বই এর লেখক, কবি রিপতি বিশ্বাস সবুজ। বই দুটি প্রকাশিত হয়েছে বাংলানামা প্রকাশনা থেকে। বই দুটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার বাংলানামা স্টলে (স্টল নং-৫৬০)।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব এ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী। প্রধান আলোচক ছিলেন, কবি-গবেষক কুমার সুশান্ত সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি, ছড়াকার, গীতিকার, গল্পকার মৌসুমী মৌ, বিগ্রেডিয়ার জেনারেল কবি নাজমা বেগম নাজু, উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মিয়াজী মোঃ সাইফুল্লাহ সোবহান, বিশিষ্ট কবি ও সাংবাদিক জাকির আবু জাফর, সমাজকল্যাণ উপদেষ্টার এপিএস কবি নাজমুস সাদাত পারভেজ, ব্যারিস্টার রাসেল সিদ্দিকী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রকাশক আলমগীর শিকদার লোটন প্রকাশক, ছড়াকার ও সংগঠক তৌহিদুল ইসলাম কনক, লেখক ও গবেষক ড. ফোরকান আহমেদ, এ্যাড. নুরুজ্জামান ইকবাল, বাংলানামার স্বত্বাধিকারী কবীর আলমগীর ও হোসাইন শহিদ মজনুসহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বই হলো জ্ঞানের ভাণ্ডার, মনের খোরাক এবং আত্মার বন্ধু। এটি আমাদের নতুন জগতের দরজা খুলে দেয়, যেখানে আমরা অজানা বিষয় শিখতে পারি, নতুন চিন্তাভাবনা করতে পারি এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। আমি বই দুটির সাফল্য কামনা করছি। নতুন কবি, গবেষক, লেখকদের বেশি বেশি বই লেখা এবং প্রকাশের আহ্বান জানাচ্ছি। সেই সাথে পাঠকদের বলছি আপনারা বই পড়ে লেখকদেরকে উৎসাহিত করুন এবং নিজেদের জ্ঞানকে  সমৃদ্ধ করুন।

শাশ্বত মনির বলেন, বই পড়ার অভ্যাস আমাদের মনকে প্রসারিত করে, ভাষার দক্ষতা এবং চিন্তার গভীরতা বাড়ায়। বইয়ের পাতায় লুকিয়ে থাকা জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের জীবনের পথকে আলোকিত করে। তাই আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। আমি বই দুটির সাফল্য কামনা করছি।

কবি কুমার সুশান্ত সরকার বলেন, বই হলো এমন এক বন্ধু যে কখনও আমাদের হতাশ করে না, বরং আমাদেরকে সান্ত্বনা ও প্রেরণা দেয়। তাই বলা যায়, বই হলো মানব জীবনের এক অমূল্য সম্পদ। আশা করি মেঘের পালক ও ভালোবাসার উজান গাঙে বই দুটি পাঠকের মন ছুয়ে যাবে।

কবি রিপতি বিশ্বাস সবুজ বলেন, ভালোবাসার উজান গাঙে বইটি আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। বইটি পাঠকের মনে জায়গা করে নিতে পারলেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি।

কবি হারুন-অর-রশিদ বলেন, লেখক হিসেবে ‘মেঘের পালক‘ বইটি প্রকাশ করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করছি বইটি পাঠক সমাজে গ্রহণযোগ্যতা পাবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!