বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম : / ৩১ বার
আপডেট সময় :: বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের পৌরসভা এলাকার হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম। শনিবার ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ফারজানা ইসলাম এর হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী (নারী) শিক্ষকের পদক ও সম্মননা তুলে দেন।

জামালপুর থেকে ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও শিক্ষা প্রশাসন খুবই আনন্দিত। সহকারী শিক্ষক রাফিয়া বলেন ফারজানা ইসলাম একজন খুবই ভালো শিক্ষক, তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে খুবই জনপ্রিয় একজন শিক্ষক ও সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষ।

ফারজানা ইসলাম ৬ জুন ১৯৯৯ সালে চাকুরীতে যোগদান করেন। চাকরি জীবনের শুরু থেকে বৃত্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নেন। হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে যোগদান করেন। তিনি করোনা মহামারী চলাকালীন সময় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে বিষয় ভিত্তিক রিমোর্ট লার্নিং প্রোগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিয়েছেন।
হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ফারজানা ইসলাম এর এ অর্জনে খুবই আনন্দিত। শিক্ষকবৃন্দ বলেন ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা নির্বাচিত হওয়ায় আমরা খুবই খুশি ও আনন্দিত। তিনি আমাদের বিদ্যালয়কেও সারা দেশে নিসন্দেহে সম্মানিত করেছেন। তাঁর এ কৃতিত্বে আমরা গৌরববোধ করি।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম বলেন এ পুরস্কার পাওয়া তিনি অনেক অনেক আনন্দিত। তাঁকে তার কাজে শিক্ষকবৃন্দ ও শিক্ষা অফিসার ও শিক্ষা প্রশাসনের সকলেই সবসময় সহযোগিতা করেছেন। এছাড়া তিনি সারাদেশে এই শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পুরস্কার অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর সুব্রত খাজাঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও শ্রেষ্ঠ পিটিআই হিসেবে রাজশাহী পিটিআইকে পদক দেওয়া হয়। এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন বগুড়ার গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নীলফামারীর সৈয়দপুর সাব-অর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ষাড়েরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইনাম উল্লাহ খান এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলাম।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!