- - https://dailyjogajog.com -

শেরপুরে বস্ত্র ব্যবসায়ী-কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন

শেরপুর জেলা শহরের বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪৫৯৯ এর অন্তর্ভুক্ত সকল নেতা ও শ্রমিক সদস্যরা জেলা শহরের নয়আনী বাজার সড়কে ৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এসময় তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সকল বস্ত্র দোকানে তারা কাজে যোগদান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালিন ভাতা প্রদানের দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং বস্ত্র দোকান মালিক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সুরাহা করার আশ্বাস দেয়ার পরেও তাদের কোন দাবি মেনে নেয়নি শহরের বস্ত্র দোকান মালিকগণ। তাই দীর্ঘদিন পর এসব দোকানের কর্মচারী শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে মাঠে নেমেছেন। যদি তাদের দাবি মানা না হয় অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে এমনটাই হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সকল নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।