বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

নকলায় এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার্থী ৩৬০৬

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৪৯৬ বার
আপডেট সময় :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টার সময় একযোগে এ পরীক্ষা শুরু হবে। নকলায় ৪টি কেন্দ্র ও ৪টি ভ্যানুতে এসএসসি পরীক্ষা এবং ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার উপজেলার মোট ৩ হাজার ৬০৬ শিক্ষার্থী পরীক্ষার আসনে বসছে। এরমধ্যে, এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৪৫ জন, দাখিল পরীক্ষার্থী ৬২৫ জন ও ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ১৩৬ জন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তাঁর নিয়ন্ত্রনাধীন কেন্দ্রে ১৩টি বিদ্যালয়ের ১,৪৮৯ জন পরীক্ষার্থী ১টি কেন্দ্র ও ১টি ভ্যানুতে এসএসসি এবং ১টি বিদ্যালয়ের ১৩৬ জন পরীক্ষার্থী ভোকেশনাল শাখার পরীক্ষা দিবে।

গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান জানান, তার নিয়ন্ত্রনাধীন গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৩২৪ জন পরীক্ষার্থী ১টি কেন্দ্র ও ১টি ভ্যানুতে অংশগ্রহন করবে।

গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৬০২ জন পরীক্ষার্থী ১টি কেন্দ্র ও ১টি ভ্যানুতে অংশগ্রহন করবে।

চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৪৩০ জন পরীক্ষার্থী ১টি কেন্দ্র ও ১টি ভ্যানুতে অংশগ্রহন করবে।

এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬২৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষার আসনে বসবে।

এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা গেছে, বরাবরের মতো এবারও সুষ্ঠভাবে পরীক্ষা নিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটলে অন্যান্য বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণ ভাবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শেষ হবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!