বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

নাসিরনগরে ফসলী জমির মাটি কেটে নিচ্ছে ‘মাটি খেঁকোরা’

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া / ৪৬৮ বার
আপডেট সময় :: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ফসলি জমির মাটি কেনাবেচা। এভাবে কৃষিজমির মাটি কাটায় একদিকে যেমন ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে অনুর্বর হয়ে পড়ছে চাষের জমি। ফসলি জমির মাটি বিক্রির এই সিন্ডিকেট ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।

কৃষি সংশ্লিষ্টদের তথ্য মতে, ফসল উৎপাদনের জন্য যে জৈব পদার্থ দরকার তা সাধারণত মাটির ওপর থেকে আট ইঞ্চি গভীর পর্যন্ত থাকে। মাটির উপরিভাগ কেটে নিলে জমির উর্বরতা শক্তি হারায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি এলাকায় চিতাশালের দক্ষিন দিকে ফসলি জমির মাটি কাটছে ভিটাডুবি আখড়া পাড়ার ওবায়দুল ও তার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র। এসব ফসলি আবাদি কৃষিজমির মাটি ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে কেটে বিভিন্ন ইটভাটা ও স্থাপনা নির্মাণকারীদের কাছে বিক্রি করা হচ্ছে। রাত-দিন মাটি বহনকারী লড়ি ও বিভিন্ন যন্ত্রাংশের শব্দে নাকাল হয়ে পড়েছে স্থানীয় মানুষের জনজীবন। পাশাপাশি এলাকার রাস্তাঘাটসহ অন্যান্য ফসলি জমি ক্ষতি এবং পরিবেশের চরম বিপর্যয়ের মুখে পড়ছে। কৃষি জমির উপরিভাগের মাটি কাটার ফলে উচু জমি নিচু এবং নিচু জমি পুকুরে পরিণত হয়ে শ্রেণি পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে বর্ষা মৌসুমে ওই সব জমিতে ধান রোপণ করা যাচ্ছে না।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি রবিউস সারোয়ার বলেন, ‘কৃষিজমির মাটি কাটার তথ্য পেলে আমরা খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই। ভিটাডুবি এলাকায় ফসলি আবাদি কৃষিজমির মাটি ভ্যাকু মেশিন দিয়ে কেটে নেওয়ার খবর শুনে অভিযান পরিচালনা করে তা বন্ধ করে দেওয়া হয়েছিলো এবং জড়িতদের জেল ও জরিমানাও করা হয়েছিলো । কিন্তু চক্রটি প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে পূনঃরায় মাটি কাটার চেষ্টা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। সহকারী ভূমি কর্মকর্তা রবিউস সারোয়ার বলেন এদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোন সুযোগ দেওয়া হবে না।এ ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!