বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
টপ নিউজ::
ঝিনাইগাতীতে ভূমি অফিসের মিথ্যা প্রতিবেদনে জমি হারানোর আশঙ্কায় এক পরিবার ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাসিরনগরে হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার নেছারাবাদে পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে সমন্বয়ক লিজার আলটিমেটাম আশ্রয়ণ প্রকল্প নয় যেন অপরাধের স্বর্গরাজ্য ভার্চুয়াল জগতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বরিশাল – ৫ আসনের সাবেক এমপি ডিবির হাতে গ্রেফতার মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের ফাঁসির রায় ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাহিন খন্দকার মাগুরা / ৩৮ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:১৯ অপরাহ্ন

“বাল্য বিবাহ প্রতিরোধ করি, সুন্দর সমাজ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দ আতর আলী পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা জেলা শাখার আয়োজনে, মাগুরা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, মো: আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রশাসক, মাগুরা পৌরসভা, মাগুরা। মো: এ.বি.এম নুর-উজ-জামান, জেলা রেজিস্ট্রার, মাগুরা। আলহাজ্ব মো: ইকবাল হোসাইন, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতি, ঢাকা। আব্দুল আওয়াল, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা। আলহাজ্ব ডা: তাসুকুজ্জামান, গবেষক, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন, মাগুরা। আলহাজ্ব মুস্তফা ওয়ালিউল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মাগুরা।

এসময় সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দরিদ্রতা, অভাব অনটন, কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে।

এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। সেই সাথে কাজীরা যদি বাল্যবিবাহ রেজিস্ট্রি না করে তাহলে অনেকাংশে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করতে হবে।

আলোচনা সভা শেষে সাবেক নিকাহ রেজিস্ট্রার আলহাজ্ব কাজী ইস্রাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!