উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ। এবং সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা প্রেসক্লাবের অতীত সাফল্য, সাংবাদিকদের অধিকার ও পেশাগত দায়িত্বশীলতা নিয়ে কথা বলেন। পাশাপাশি, জেলার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের পক্ষে কাজ করার আহ্বান জানান। সভায় বার্ষিক আর্থিক বিবরণী এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভার শেষে সভাপতি সকল সদস্যরে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।