বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

বেকারত্ব ঘোচানোর ২ মাসের মাথায় বাঁচার আকুতি সাজুর

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৪৪ বার
আপডেট সময় :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

পৃথিবীটা কতইনা সুন্দর! এই সুন্দর পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নয়ন ভরে উপভোগ করার ইচ্ছা কার না আছে? আমারও এই পৃথিবীটাকে দীর্ঘদিন নয়ন ভরে দেখার ও উপভোগ করার ইচ্ছা। জীবনের দীর্ঘ সোনালী সময় কেটেছে পড়ালেখা ও বেকারত্ব ঘোচানোর চিন্তায়। এইতো গত দুই মাস আগে ব্র্যাক ব্যাংকে চাকরি পাওয়ার মধ্যদিয়ে বেকারত্বকে জয় করলাম। চাকরি নামক সোনার হরিণ পেয়ে সবাই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে চায়। তদ্রুপ আমিও বাবা-মা, ভাই-বোনসহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের স্বপ্ন বুনছিলাম। কিন্তু একটি দুঃসংবাদ আমাকেসহ আমার পরিবারের সবাইকে মহাচিন্তায় ফেলে দিয়েছে, সবার জীবনেই নেমে এসেছে চরম হতাশা। এখন আর সুখ শান্তি নয়, আমার বেঁচে থাকাটাই যেন পৃথিবীর একমাত্র প্রাপ্তির বিষয় হয়ে উঠেছে। বলছিলাম শেরপুরের নকলা পৌরসভার কুর্শা বাদাগৈড় গ্রামের কৃতি সন্তান ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেহেদী হাসান সাজু’র নিজের মুখের কথা।

সাজু শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের সাথে লড়াই করতে করতে ঠিকই বেকারত্ব জয় করেন। ব্র্যাক ব্যাংকে চাকরি লাভ করেন তিনি। কিন্তু এই জয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয়না। তার শরীরে বাসা বাধে মরনব্যাধী ক্যান্সার। চাকরি পেয়ে যখন পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন যাপনের স্বপ্ন বুনছিলেন, ঠিক তখন চাকরি পাওয়ার দুই মাসের মাথায় তার শরীরের ভিতরের ক্যান্সার প্রকাশ পায়। ফলশ্রুতিতে তার পরিবারের সবার জীবনে নেমে আসে মহাচিন্তা আর হতাশা।

ক্যান্সারের ব্যায়বহুল চিকিৎসা করাতে গিয়ে এক সন্তানের জনক মেহেদী হাসান সাজু সবকিছু বিক্রি করে আজ নিঃশ্ব। ব্র্যাক ব্যাংকের চাকরি বিধান অনুযায়ী চাকরির সময়সীমা অন্তত ৬ মাস না হওয়ায়, কর্মস্থল থেকেও কোন সহায়তা পাচ্ছেননা তিনি। আপাতত তাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বাবদ জরুরি ভিত্তিতে ২ লাখ থেকে আড়াই লাখ টাকা জরুরি হয়ে পড়েছে। এখন তার চিকিৎসা ব্যয় বহন করার জন্য বিকল্প কোন উপায় নেই। তাই বাধ্য হয়ে এক সন্তানের জনক ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেহেদী হাসান সাজুসহ তার পরিবারের লোকজন ও বন্ধুমহল দেশ-বিদেশের ধনাঢ্য বা সামর্থবান লোকদের কাছে সাহায্য এবং সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

অসহায় মেহেদী হাসান সাজুকে সুস্থ্য করে তুলার লক্ষ্যে সাহায্য পাঠাতে তার পরিবারের ০১৯১৩-৭০ ৭৬ ১১ এবং ০১৯৪২-৩৪ ৯৮ ৯৭ পার্সোনাল বিকাশ নম্বর ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সাজুর সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে সরাসরি ০১৫২১-৫১ ৩৬ ২৫ এই নম্বরে কল দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাজুর পরিবারের লোকজন।

অর্থের অভাবে মেধাবী মেহেদী হাসান সাজু অকালে ঝরে যাবেন, তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাই ‘মানুষ মানুষের জন্য’ এ বিবেচনায় সকলকে সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিভিন্ন পেশাশ্রেণীর জনগন। তাঁরা বলেন, ‘দশের লাঠি, একের বোঝা’ এই প্রবাদটি সত্যিই অধিক কার্যকর। দেশের সবাই না হলেও সামর্থবানরা যদি সাহায্যের মনোভাবে এগিয়ে আসেন, তাহলে এই সুন্দর পৃথিবীতে আল্লাহর রহমতে সাজুকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বলে চিকিৎসকসহ অনেকে মনে করছেন।

পরিবার ও চিকিৎসকের ব্যবস্থাপত্র সূত্রে জানা গেছে, এক সন্তানের জনক ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মেধাবী মেহেদী হাসান সাজু মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ষষ্ঠ তলার ৩নং ওয়ার্ডের ৫৬নং আসনে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!