ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুই জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মে রোজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁওয়ের চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাদুল্লা বাড়ির মৃত আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ ঘটিকার সময় নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল স্বশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।
অভিযোগ উঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছে পুলিশ ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতরা মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মিলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছি কিনা- সেজন্য মরদেহ নাড়াচারা করেছিল ডাকাতরা।