শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে কর্মশালা সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:জেনারেল ওয়াকার-উজ জামান বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি; অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন বেলকুচিতে বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন মাদকে সয়লাব নাসিরনগর, ধ্বংসের পথে যুব সমাজ নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক সংস্কারের অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা / ৩৮ বার
আপডেট সময় :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের সংগীতা মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃণাল কান্তি রায়ে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল সাত্তার, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদীর স্বপ্ন, দেবহাটা উপজেলার বিএনপি সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর, বর্তমান পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মো.মহসিন আলম, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পৌর যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম সহ আরো অনেকে।

প্রধান অতিথি শেখ তারিকুল হাসান বক্তব্য বলেন, মহান এ বিজয় একদিনে অর্জন হয়নি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীনতা অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের কে অনেক নির্যাতন, নিপীড়ন চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। ষড়ষন্ত্র এখনো থেমে নেই। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্র ব্যবস্থা কী হবে সে লক্ষ্যে জনগণের কল্যাণে ৩১ দফা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ সুযোগ দেয় এবং যদি আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামীতে গণতান্ত্রিক ও জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!