শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার / ৫৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে দলকে পুনর্গঠনে সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন প্রক্রিয়া চলমান।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ জুলাই) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় স্বরুপকাঠী পৌর শাখা’র ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ড সম্মেলনে স্বরুপকাঠী পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের কমিটি সরাসরি ব্যালটে সদস্যদের ভোটের মাধ্যমে গঠন করা হয়।

নেছারাবাদ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০ টায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যক্ষ আলমগীর হোসেন, আহবায়ক, পিরোজপুর জেলা বিএনপি। প্রধান বক্তা- গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য সচিব, পিরোজপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন – এলিজা জামান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। মোঃ নজরুল ইসলাম খান, সদস্য, আহবায়ক কমিটি, পিরোজপুর জেলা বিএনপি। শেখ আব্দুস সালাম, সদস্য, আহবায়ক কমিটি, পিরোজপুর জেলা বিএনপি। সভাপতিত্ব করেন – আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, আহবায়ক, স্বরুপকাঠী পৌর বিএনপি। সঞ্চালনায় ছিলেন – আলহাজ্ব কাজী কামাল, সদস্য সচিব, স্বরুপকাঠী পৌর বিএনপি।

সার্বিক সহযোগিতায় ছিলেন – মোঃ আনিসুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক, স্বরুপকাঠী পৌর বিএনপি এবং ওয়াহিদুজ্জামান মানিক, যুগ্ম আহবায়ক, স্বরুপকাঠী পৌর বিএনপি।

এছাড়া স্বরুপকাঠী পৌর বিএনপি সহ নেছারাবাদ উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। দলের স্বার্থে দেশের স্বার্থে আন্দোলন সংগ্রামে এবং ন্যায়নীতি প্রতিষ্ঠায় রাজপথে থাকার নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন তার মূল্যবান বক্তব্যে বলেন, দেশের মানুষ চায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। যা নতুন বাংলাদেশ বিনির্মানে উপর্যুপরি ভূমিকা রাখবে। তাই আসুন আমরা দলের ভিতরের বিভিন্ন গ্রুপিং কোন্দলের মিমাংসা করে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে একটি সুন্দর সোনার বাংলা উপহার দেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে থেকে এবং শিক্ষা বিস্তার সহ দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে বহির্বিশ্বে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছিলেন তেমনি আমরা তার অনুসারী হয়ে একটি যুগোপযোগী সোনার বাংলা তৈরির মাধ্যমে বহির্বিশ্বে মাথা উচু করে দাড়াতে চাই। আমরা সৈরাচার শেখ হাসিনা সরকারের মতো পালিয়ে বাঁচতে চাইনা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের দুর্নীতি অনিয়ম গুম খুন চাঁদাবাজিতে দেশ এক জঘন্যতম বর্বরতায় পতিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ মানুষ ও ছাত্রজনতার আন্দোলনে এক ঐতিহাসিক গনঅভ্যুত্থানের সৃষ্টি হয় এবং সৈরাচার শেখ হাসিনা সহ তার দূর্নীতিগ্রস্থ সকল নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই পরিস্থিতি দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত, কারন দূর্নীতি অনিয়ম গুম খুন চাঁদাবাজি হামলা মামলা হয়রানি করে বেশিদিন টিকে থাকা যায় না এবং পরিনতি খুব ভয়াবহ হয়। মনে রাখবেন, মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করি। এই হোক আমাদের প্রত্যয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!