বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ

ছামিউল আলম, শেরপুর জেলা প্রতিনিধি / ৪৯ বার
আপডেট সময় :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

ছামিউল আলম, শেরপুর জেলা প্রতিনিধি

এবারের একুশে বই মেলায় এসেছে শেরপুরের অধিবাসী, কবি সংঘ বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ ‘নির্যাস’ ও ‘ছড়ায় ছন্দে রংধনু’। নির্যাস তার প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশ করেছে দ্বিপ্রান্তিক প্রকাশনী। আর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ছড়ায় ছন্দে রংধনু প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। দুটি গ্রন্থেরই প্রচ্ছদ করেছে কারুধারা ডিজাইন। বই ২টি ঢাকায় একুশে বইমেলায় দ্বিপ্রান্তিক ও নবসাহিত্য প্রকাশনীর ৭৪৩ ও ৭৪৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।

কবি তার প্রথম কাব্যগ্রন্থ নির্যাস উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত পিতা শিক্ষাবিদ-সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার এবং তার প্রয়াত শিক্ষাগুরু রেজাউল করিম তালুকদারের প্রতি। এটির মুখবন্ধ লিখেছেন কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি-কলামিস্ট তালাত মাহমুদ। আর কবি পরিচিতি লিখেছেন সাহিত্যলোক এর সম্পাদক কবি আরিফ হাসান। নির্যাসে স্থান পেয়েছে ৬২টি কবিতা। এর প্রথমার্ধে স্থান পেয়েছে ৯০ দশকে রচিত ২০টি কবিতা। আর সবগুলোই সমকালীন ও সাম্প্রতিক।

১০ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত নিজের প্রথম ও দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি রফিকুল ইসলাম আধার বলেন, প্রেম-বিরহ, চেতনা ও দ্রোহের মিশেল হচ্ছে ‘নির্যাস’। আর ছড়ায় ছন্দে ফুল, পাখি ও প্রকৃতির স্মারক হচ্ছে ‘ছড়ায় ছন্দে রংধনু’। ২টি কাব্যগ্রন্থই কবিতা ও ছড়া প্রেমীদের কাছে ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্যাসের মুখবন্ধে কবি তালাত মাহমুদ লিখেছেন, ‘৯০ দশকের চারণকবি রফিকুল ইসলাম আধার প্রেম, বিরহ ও বোধের কবি হিসেবে পরিচিত হলেও তিলে তিলে নিজেকে গড়ে তুলে কবিতাঙ্গনে এখন একজন সরব কবি। নির্যাস তার প্রেম-বিরহ ও দ্রোহ-চেতনার মিশেল এবং একটি তুলনামূলক কবিতাগ্রন্থ। যেসব সংবেদনশীল পাঠক সমসাময়িক ধারার কবিতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারাও এক নিঃশ্বাসে গ্রন্থটি পড়ে নিবেন এতে কোন সন্দেহ নেই। এর প্রায় সবগুলো কবিতাই সুখপাঠ্য। কবিতার ভাষা দুর্বোধ্য নয়, পাণ্ডিত্যের ভারে বিব্রত নয়। বরং তার কবিতা সহজ, সাবলীল ও প্রাঞ্জল। চিন্তা ও কল্পনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে তার কবিতায়।’ এ কাব্যগ্রন্থটি কবিতাপ্রেমী পাঠক, লেখক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে বলে কবি তালাত মাহমুদ দৃঢ় আশা ব্যক্ত করেছেন।

ছড়ায় ছন্দে রংধনু নামে দ্বিতীয় কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন তার গর্ভধারিণী মাতা মোছা. রোকেয়া বেগমের প্রতি। এর মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি। আর কবি পরিচিতি লিখেছেন কবি ও ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুৎ। এ গ্রন্থে স্থান পেয়েছে ৭০টি ছড়া ও ছড়াজাতীয় কবিতা। এ গ্রন্থের মুখবন্ধের লেখক-কবি নুরুল ইসলাম মনি গ্রন্থটি আধুনিক ছড়া সাহিত্যে ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করে বলেন, ‘এ কাব্যগ্রন্থটি ছড়া ও ছন্দ কবিতার মিশেল এবং এতে ষাটটিরও বেশি ছন্দ কবিতা ও বিশটি ছড়া কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে কিছু কবিতা রয়েছে সামাজিক সচেতনতামূলক, ভালোবাসা ও প্রেমের। তবে প্রায় সবগুলো কবিতাই নি:সন্দেহে প্রাঞ্জল, ঝরঝরে, সহজবোধ্য, চিত্তাকর্ষক ও সুখপাঠ্য। অনুসন্ধানী পাঠক কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে সেই নির্যাসই খুঁজে পাবেন। যেন পাঠকের আগ্রহকে ধরে রাখার জন্য যাবতীয় রসবোধক উপাদানে ভরপুর তার কবিতার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ। এসব কবিতায় তিনি তার মেধার সদ্ব্যবহার করেছেন পুরোপুরিভাবে। নিজের মনের মাধুরির সাথে অভিজ্ঞতার পরিপূর্ণ মিশেলে তিনি সৃষ্টি করেছেন কাব্যরসের এক অনুপম জগত। আধুনিক গদ্যকবিতার ধাচে অন্ত্যমিলের দারুণ এক সমাহার তিনি নিয়ে এসেছেন তার এই গ্রন্থের কবিতাসমূহে। এ গ্রন্থের কবিতাগুলি পাঠ করে পাঠকগণ বিমোহিত হবেন- তাতে কোনো সন্দেহ নেই। এটি রুচিশীল পাঠক ও নবীন কবিদের সংগ্রহে রাখার মতো একটি সমসাময়িক গ্রন্থ।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!