গত কয়েক মাস ধরে পিরোজপুর জেলার অন্তর্গত বিভিন্ন থানা বা উপজেলায় বিভিন্ন জনের দামী ব্রান্ডের কিছু মোবাইল ফোন চুরি ছিনতাই সহ হারানোর ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা পুলিশ ও জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক তৎপরতায় হারানো বা চুরি ছিনতাই হওয়া মোবাইল ও দুইটি হ্যাকড্ হওয়া ফেইসবুক একাউন্ট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) ১০:০০ ঘটিকায় পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনা ও জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্ত জিডি সমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন ও ২ টি হ্যাকড্ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে Vivo, Redmi, Samsung, Oppo, Realme সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোবাইল রয়েছে।
মোট ২৫ টি এনড্রয়েট মোবাইলের মধ্যে সদর থানার জিডি মুলে- ০৬ টি, ইন্দুরকানী থানা- ০২টি, মঠবাড়ীয়া থানা- ০৪টি, নাজিরপুর থানা- ১০টি, কাউখালী থানা- ০৩টি।
ভুক্তভোগীরা তাদের মোবাইল ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ ব্যপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ সবসময় জনগনের পাশে অবস্থান করছে এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবে।