রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
টপ নিউজ::
ক্যান্সার আক্রান্ত স্বামী ভারতের কারাগারে, দুই সন্তান নিয়ে অনাহারে দিনকাটে চন্দ্রভানুর মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন বাবা-মা পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত   শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন লং মার্চ টু ঢাকা’র প্রতিবাদে পবিস-২ ভালুকায় র‍্যালী ও প্রতিবাদ সভা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৪ জন চিকিৎসা নিতে গিয়ে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে কর্মশালা

মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন বাবা-মা

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া / ৪ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মাদকাসক্ত এক ছেলের অত্যাচার থেকে বাঁচতে শিকল দিয়ে বেঁধে রেখেছে মা-বাবা। এছাড়াও ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগও দিয়েছে ওই ছেলের বাবা। বৃহস্পতিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে এমন ঘটনা ঘটে।

মাদকাসক্ত ওই ছেলের নাম মোঃ সুমন মিয়া (৩০)। তার বাবার নাম মোঃ সৈয়দ মিয়া (৬০)। প্রবাস ফেরৎ সুমন মিয়া কয়েকবছর ঢাকার একটি পোশাক তৈরী কারখানায় কর্মরত ছিল। পরে সে গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পরে। সুমনের ৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এবিষয়ে সৈয়দ মিয়া বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে রাখতে বাধ্য হয়েছি। সে প্রতিনিয়ত বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে বাড়িঘরে ভাংচুর চালায় এবং বিভিন্ন হাঙ্গামা করে আমাদের দিকেও আক্রমণ করতে আসে। তার হুমকি-ধামকিতে আমরা আতংকিত হয়ে আছি। নিরুপায় হয়ে প্রসাশন ও থানা-পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।

ছেলের মা ওমেদা খাতুন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। অনেক চেষ্টা করেও তার নেশা ছাড়াতে পারিনি। এখন বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছি।

সুমনের স্ত্রী শাবনূর বলেন, আমরা দুজন একসাথে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতাম, তখন সে ভালই চলত। গ্রামে এসে সে ইয়াবা খেয়ে খেয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে।

নাসিরনগর থানার ওসি মোঃ খাইরুল আলম জানান, সৈয়দ হোসেন নামে এক লোক তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!