- - https://dailyjogajog.com -

দাম বে‌শি হওয়ায় নেছারাবা‌দে সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ করা হয়নি

পিরোজপুরের নেছারাবা‌দে সরকারি খাদ্যগুদামে চলতি আমন মৌসু‌মে ধান সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ উপজেলায় চলতি মৌসুমে এক ছটাকও ধান সংগ্রহ হয়নি।

সরকারি তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৫২ মেট্রিক টন। কিন্তু ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ অভিযানে ফেব্রুয়ারীর আজ পর্যন্ত এক ছটাক ধান সংগ্রহ হয়‌নি।

কৃষক সত্ত‌জিৎ জানান, বাজারে ধানের দাম বে‌শি পাওয়া যায়। সরকারি দাম তার চেয়ে ৫ থে‌কে ৬ টাকা কম। দাম কম হওয়ায় কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে আগ্রহী নন। প্রতি কেজি ধানের জন্য সরকার ৩৩ টাকা নির্ধারণ করলেও বাজারে এর মূল্য তুলনামূলক বেশি। এছাড়া সরকারি গুদামে ধান সরবরাহের পর ব্যাংক থেকে টাকা উত্তোলন সহ বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পড়তে হয়, যা তাদের জন্য বড় বিড়ম্বনার কারণ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ আদনান জানান, বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রিতে আগ্রহী নন। এছাড়া ধানে প্রয়োজনীয় আর্দ্রতা নিশ্চিত করতে না পারাও একটি বড় চ্যালেঞ্জ।‌ তি‌নি আরও ব‌লেন, এ উপ‌জেলায় ১১৭ জন কৃষক সরকার‌কে ধান বিক্র‌য়ের জন্য ম‌নোনীত হ‌য়ে‌ছেন।ত‌বে তা‌দের‌ সা‌থে যোগা‌যো‌গের চেস্টা ক‌রেও পাওয়া যা‌চ্ছেনা। তারা হয়তো সরকারী গুদামে ধার্যকৃত দামে ধান বিক্রি করতে আগ্রহী নয়। এতে পরবর্তীতে ধানের বাজারে প্রভাব পড়তে পারে এবং চালের মূল্যও বৃদ্ধি পাওয়ার আশংকা থেকে যায়।

আসিফ আদনান ব‌লেন, চলতি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।