বুধবার (২৩ জুলাই) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের বদ্ধভূমি এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাজ থেকে মাদককে নির্মুল করার লক্ষ্যে, সামাজিক অবক্ষয় রোধে এবং মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে নাগরিকদের সচেতনতা বাড়াতে সুশীল সমাজের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সকলে ভূয়সী প্রশংসা করেছেন। এতে সোহাগদলের বরছাকাঠি এলাকার সকল সচেতন নাগরিক সহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী, ছাত্র সংগঠন ও এলাকার বিভিন্ন পেশাজীবি নাগরিক, শ্রমিক, জনতা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্বতা ঘোষনা করে যোগদান করেন।
এতে বিশেষ বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সারাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় দেশের এই ক্রান্তিলগ্নে মাদকের দ্বারা সামাজিক অবক্ষয় ভয়াবহ রুপ ধারণ করেছে। এতে রাষ্ট্র / সমাজে নানান ধরনের বিশৃঙ্খলা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যাতে কিশোর থেকে শুরু করে যুবসমাজ সহ গোটা জাতি হুমকির মুখে পড়ছে। এতে পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও মানসিক বিকাশে বিরুপ প্রভাব পড়ছে। প্রশাসন বিভিন্ন কার্যক্রম কর্মতৎপরতায় বাধার সম্মুখীন হচ্ছে।
মানববন্ধনে মূল্যবান বক্তব্যে নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সোহেল মৃধা বলেন, নতুন বাংলাদেশে শৃঙ্খল সমাজ/ রাষ্ট্র বিনির্মানে প্রশাসনের পাশাপাশি এলাকার সকল নাগরিকদের সচেতন থাকতে হবে এবং মাদকের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলে ও মাদক নির্মুলে সকলকে একাত্মতা ঘোষনা করে মাদক নির্মুল করতে হবে।সমাজ ও রাষ্ট্রকে মাদকের এই ভয়াল অভিশাপের হাত থেকে কলঙ্কমুক্ত করতে হবে। তিনি নেছারাবাদ থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিনের মাদকের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, সমাজ থেকে মাদককে নির্মুল করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি আমাদের সাধারণ নাগরিকদের সোচ্চার হয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে সমাজ/ রাষ্ট্র এই মাদকের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে।
এলাকার সাধারণ মানুষ ও সুশীল ব্যক্তিবর্গের অভিমত, সারাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক এভাবে যদি মানববন্ধন/ প্রতিবাদ সভা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যায় এবং প্রশাসন ও সাধারণ জনগনের একাত্মতায় মাদকের বিরুদ্ধে শক্ত হাতে কঠোর প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে সারাদেশ এই সামাজিক অবক্ষয় ও অভিশাপ থেকে মুক্তি পাবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ সোহেল রানা মৃধা। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত), মোঃ তপু রায়হান। উপজেলা শ্রমিক দলের আহবায়ক, গোলাম কিবরিয়া। উপজেলা জাসাস এর সদস্য সচিব মোঃ উজ্জল বিশ্বাস। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, মোঃ নুরুজ্জামান। শামসুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ রাইসুল আলম। বরছাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ জিয়াউল হক। বরছাকাঠি দারূল উলুম আশরাফিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহোদয়। এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন – শামিম, সাগর, লিমন, সিয়াম, সুমন, হোসেন, হাসান, রিয়াজ, আলআমিন, জুবায়ের, সৌরভ, ছাত্রনেতা শান্ত, আবু তালেব রাকিব সহ স্কুল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সাধারন নাগরিকবৃন্দ।