- - https://dailyjogajog.com -

রৌমারী উপজেলার সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাতিজাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

কুড়িগ্রাম রৌমারী উপজেলাতে সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজা আরিফ হোসেন (২২) কে রবিবার (১৬ মার্চ) ভোররাতে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। লাশটি সোনাভরী নদীর তীরে নৌকার উপর ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্ত খুনিরা।

রৌমারী থানা পুলিশ রৌমারী উপজেলার যাদুরচরন ইউনিয়নের ধনারচর চরের গ্রাম নামক স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফ হোসেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কথিত বড়ভাই সুরুতজামানের ছোট ছেলে।

নিহতের বড়ভাই আনোয়ার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে ।

এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তিনি আরো বলেন, একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারনা তারাই হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজা আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় খুনিরা। তার গলায় মাফলার পেচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে খুনি আজাদ ও তার ছেলে ইমন সহ ৬/৭ জনকে আসামী করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

হত্যার ঘটনা প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, ‘কী কারনে খুন করা হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না।

খুনের বিষয়ে আরো সঠিক তদন্ত ও খোঁজখবর নিয়ে আসল ঘটনা উদঘাটন করে তার পর আপনাদের জানানো হবে।