মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০১:২০ অপরাহ্ন
টপ নিউজ::
শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশেষ সভার আয়োজন ভালুকায় জমি দখলে বাঁধা দেয়ায় দুই দফা হামলা, আহত ৪ হাতিয়া দ্বীপ পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ইসলামপুরে ১০ হাজার ৩’শ কেজি সরকারি চাল জব্দ, মিল মালিক আটক দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে মমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডল গ্রেফতার ভালুকায় সওজ’র সীমানা প্রাচীর; চলাচলে দূর্ভোগ চাঁদাবাজি-পেশিশক্তি প্রদর্শনের দায়ে যুবদল নেতা নয়নকে বহিষ্কার বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু বেলকুচির গাবগাছি গ্রামে হিন্দু পাড়ার রাস্তাটিতে জনগনের চলাচলে ভোগান্তি 

শ্রেষ্ঠ শিক্ষিকা ফারজানা ইসলামকে সংবর্ধনা দিলেন জাতীয় কবিতা পরিষদ জামালপুর

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম / ১৮৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:২২ অপরাহ্ন

সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের পৌরসভা এলাকার হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা কবি ফারজানা ইসলাম।

গত১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ফারজানা ইসলাম এর হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী (নারী) শিক্ষকের পদক ও সম্মননা তুলে দেন।

জামালপুর থেকে কবি ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা হওয়ায় জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটি তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। ফারজানা ইসলাম তিনি নিজেও এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন কবি। সংগঠনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বের সদস্য ও কবি হওয়ায় সকলেই খুবই আনন্দিত ও গৌরবান্বিত বোধ করেন।

বুধবার ২৯ মে জামালপুর জেনারেল হাসপাতাল এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেন্য এই শ্রেষ্ঠ শিক্ষিকা ও কবি ফারজানা ইসলাম তাকে সংবর্ধনা দেওয়ায় কবিতা পরিষদের সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

ফারজানা ইসলাম ৬ জুন ১৯৯৯ সালে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি জামালপুর শহরের ইকবালপুর এলাকায় অবস্থিত হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল থেকে কর্মরত আছেন।

কবি ফারজানা ইসলাম জামালপুর শহরের ছোটগড় এলাকার স্হায়ী বাসিন্দা রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত (চাকুরীজীবি) ও মনোয়ারা বেগম (গৃহিণী) দম্পত্তির কন্যা। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তারপর এক ভাই আনোয়ারুল ইসলাম। পল্লী সঞ্চয়ী ব্যাংক এ কর্মরত। বোন শারমিন ইসলাম সাইন্টিফিক অফিসার, বাংলকদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। একমাত্র পুত্র সাইয়্যিদ মোহাম্মদ ইসমাইল ফ্লাইং অফিসার,১৮ স্কোয়াড্রন,বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি, যশোরে কর্মরত।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!