বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ ছামিউল আলম সোহান, শেরপুর / ৪৫৯ বার
আপডেট সময় :: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১১ অপরাহ্ন

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল ২০২৪ সমবার শেরপুর জেলা লগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র চেয়াম্যান জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেরপুর মোহাম্মদ জহিরুল কবির। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রাশেদুল আমিন তিনি বলেন গত এক বছরে শেরপুর জেলা লিগ্যাল এইড অফিসে গত এক বছরে সরাসরি মামলা ও এডিআরের জন্য আবেদন পড়েছে ৫৪৮ টি এর মধ্যে মামলা নিস্পত্তি হয়েছে ৮১ টি বিকল্প পদ্ধতিতে মামলা নস্পত্তি হয়েছে ১৪২ টি, নথিজাত হয়েছে ১৫১ টি, অপেক্ষমান রয়েছে ১৭৪ টি, পরামর্শ প্রদান করা হয়েছে ৯২৮ জনকে, চলমান মামলা নিস্পত্তি হয়েছে ১০৯টি তিনি আরো বলেন এডিআরের মাধ্যমে ৯৫ লক্ষ ৫৩ হাজার ৬৫০ টাকা এবছর ভিবিন্ন ভোক্তভূগিদের বোঝিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেরপুর সুলতান মাহমুদ তিনি বেলেন মানুষের বিচার পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার মানুষ যাতে আদালতে এসে সুবিচার পায় সেই লক্ষে আমাদের সংবিদানের মৌলিক অধিকারের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আমাদের শেরপুর জেলা লিগ্যাল এই তরি ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে।

আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইনজীবি সমিতির সভাপতি এম কে মোরাদুজ্জামান, পিপি এডভোকেট আব্দুল মান্নান,জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রাকিব তিনি বলেন ১৯৯৪ সালের ৬ জানুয়ারি লিগ্যাল এইড প্রতিষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন নারী শিশু পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি। এ বছরের জেলা লিগ্যাল এইড সেরা এডভোকেট হিসেবে নির্বাচিত হয়েছে এডভোকেট আমিনুল ইসলাম মমিন জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সুলেখা নামের একজন ভূক্তভূগি বক্তব্য রাখেন তিনি বলেন আমার কাছ থেকে বিদেশে নেওয়ার কথা বলে একজন টাকা নিয়ে তা না দিতে চাইলে শেরপুর জেলা লিগ্যাল এইড তা উত্তলন করে দেয়। সব শেষে শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!