- - https://dailyjogajog.com -

নাসিরনগরে হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের রইছ আলীর স্ত্রী রোখেয়া বেগম(৬০) হত্যা মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে র‍্যাব পুলিশের ওই আভিযানিক টিম হত্যাকান্ডের প্রধান আসামী বদরুল মিয়া (৩০)তার স্ত্রী মাফিয়া বেগম (২৮), ও গিয়াস উদ্দিন (৩৫) কে গ্রেফতার করে।

গত ১লা এপ্রিল ২০২৫ তারিখ দুপুর অনুমান ১ঘটিকার সময় আসামী বদরুল (৩০) তার সহযোগী আসামীগণের সহায়তায় পলা দিয়ে রোকেয়া বেগম কে পেটের বাম পাশে আঘাত করলে লিভার ছিদ্র হয়ে গুরুতর অসুস্থ হয়। পরবর্তীতে রোকেয়া বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। পরে রোকেয়া ছেলে মোঃ সেলিম মিয়া গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা রুজু করে।

রোববার দুপুরে থানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন আসামি গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: খাইরুল আলম জানান গ্রেপ্তারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।