শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
টপ নিউজ::
নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে কর্মশালা সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:জেনারেল ওয়াকার-উজ জামান বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি; অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন বেলকুচিতে বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন মাদকে সয়লাব নাসিরনগর, ধ্বংসের পথে যুব সমাজ নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক সংস্কারের অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নকলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৪১ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:১১ অপরাহ্ন

শেরপুরের নকলায় বহুল প্রচারিত ও পঠিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ‘বন্ধুত্ব করি, দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে ধারন করে পদাধিকারবলে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু-কে সভাপতি ও সর্বসম্মতিক্রমে মো. মোশারফ হোসাইন-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি হারুনুর রশিদ, শাহাজাদা স্বপন ও জাহাঙ্গীর হোসেন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসনে সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, অর্থসম্পাদক নাহিদুল ইসলাম রিজন, দফতর সম্পাদক ফজলে রাব্বী রাজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামল বণিক অঞ্জন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান সাফিত ও আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শীমানুর রহমান সুখন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বাবু, প্রচার ও জনসংযোগ সম্পাদক নূর হোসেন এবং সদস্য সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, লিমন আহমেদ, মো. হাসান মিয়া।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৭টায় নকলা পৌরসভার পাইস্কা বাইপাস এলাকাস্থ বাংলো বাড়ি কফি হাউজ ও ফাষ্টফুড এন্ড রেস্টুরেন্টে যায়যায়দিন পত্রিকার উপজেলা শফিউল আলম লাভলু’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জাহাঙ্গীর হোসেন আহমেদ, দেলোয়ার হোসেন, মো. মোশারফ হোসাইন, মোশাররফ হোসনে সরকার বাবু, ফজলে রাব্বী রাজন, নাহিদুল ইসলাম রিজন, আসাদুজ্জামান সৌরভ, হেলাল উদ্দিন বাবু, জিয়াউল হক জুয়েল ও লিমন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করে আসছে। সেই সাথে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সপ্তাহে একদিন সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে পত্রিকাটিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। এই ধারা যুগযুগ ধরে চলমান থাকার আশাব্যক্ত করেন তারা। এরজন্য পত্রিকাটির প্রতিনিধিসহ ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যকে দায়িত্বশীলতার সহিত এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ নিয়মিত প্রচার-প্রকাশের মাধ্যমে পাঠক নন্দিত পত্রিকাটির সুনাম ধরে রাখার আহবান জানান বক্তারা।

এরপরে, নবগিঠিত কমিটির পদাধিকারবলে সভাপতি যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু-এর জন্ম দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে জন্মদিনের কেক কাটা হয় এবং একে অপরকে কেক ও মিষ্টি খাইয়ে দিয়ে জন্ম দিন উদযাপন করা হয়। এসময় দিদারুল আল আমিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলো বাড়ি কফি হাউজ ও ফাষ্টফুড এন্ড রেস্টুরেন্টের অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!