বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন

মো: ছামিউল আলম সোহান / ১৬৬ বার
আপডেট সময় :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১:৩০ অপরাহ্ন

বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি পরিবেশ বিষয়ক ২০২৪ সালের বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন। সেই সাথে বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশে প্রকৃতি মাতার সবচেয়ে অবিশ্বাস্য এবং হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে (মনি) সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সোমবার ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এন.এস.এস.বি) এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভঁূইয়া মুগনিউর রহমান মনি’র হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ডিরেক্টর ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারী জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কে. এম. এ. হাসনাত, তিমু হোসেন প্রমুখ।

মুগনিউর রহমান মনি শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি সুরক্ষায় আড়াই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। নেচার এবং ওয়াইল্ড লাইফের প্রেমে পড়ে এসবের ছবি তুলছেন সেই ১৯৮৮ সাল থেকে এবং এর উপর পাঠ নিচ্ছেন প্রতিনিয়ত। তিনি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত থেকে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা, উন্নয়ন ও গবেষণা কাজ করে চলেছেন। মনি শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ—সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন সমাজ—সেবামূলক কাজ করে যাচ্ছেন।

মুগনিউর রহমান মনি সাংবাদিকদের বলেন, সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (এন.এস.এস.বি) এর চেয়ারম্যান মিজানুর রহমান ভঁূইয়া বলেন, নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এন.এস.এস.বি) ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, ‘নেচার স্টাডি ডাইজেস্ট’সহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, বার্ষিক সেমিনার, পুরস্কার প্রদানসহ এন.এস.এস.বি নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

তিনি আরও বলেন, বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ এ আমরা পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!