- - https://dailyjogajog.com -

মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক

মহুয়া সাংস্কৃতিক পরিষদ, ঢাকা-এর কমিটি গঠন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই (বুধবার) রাজধানীর মতিঝিলস্থ সোনাকল্যাণ ভবনে সাহিত্য, সংস্কৃতি ও কবিতাপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান এবং মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তিনি বলেন, সংস্কৃতি মানুষের আত্মিক বিকাশের প্রধান অনুষঙ্গ। আমরা প্রযুক্তির সাথে আগাচ্ছি ঠিকই, কিন্তু সাহিত্য ও সংস্কৃতি ছাড়া আত্মিক পরিপূর্ণতা সম্ভব নয়। মহুয়া সাংস্কৃতিক পরিষদের এই উদ্যোগ আমাদের সমাজকে সাহিত্য ও সংস্কৃতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতিত্ব করেন মহুয়া সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন হামিদুল আলম সখা। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মহুয়া সাংস্কৃতিক পরিষদকে একটি শক্তিশালী সাহিত্য ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত করা। কবি-সাহিত্যিকদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত সাহিত্য সভা ও পাঠচক্রের আয়োজন করব।

বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী লায়ন মনজুর উল হক। তিনি বলেন, সারা পৃথিবীতেই যারা সাহিত্য – সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা স্বরণীয়-বরণীয় হয়েই থাকেন। সাহিত্যকর্ম যারা করে, কলম নিয়ে যারা কাজ করে, যদি তার মনের মধ্যে কোন বৈপরীত্য না থাকে তাদের দ্বারা কোন খারাপ কাজ করা সম্ভব না। একটি জাতিকে মূল্যবোধে সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যানের মধ্যে বক্তব্য দেন ও কবিতা পাঠ করেন লায়ন মোঃ আবুল হাশেম,লায়ন মোঃ জহিরুল আলম নিউটন , রনজিৎ কুমার সরকার, সুবোধ চন্দ্র ভৌমিক, মোঃ অহিদুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, মোছাম্মৎ জোহরা ফেন্সী মাহমুদা, আসাদুল হাকিম, অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে মহুয়া সাংস্কৃতিক পরিষদ, ঢাকা’র ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) ঘোষণা করা হয়। এতে সভাপতি হন লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক। কমিটির অন্যরা হলেন, নির্বাহী সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার,সহ সভাপতি চৌধুরী নূরুল হুদা, লায়ন মোঃ আবুল হাশেম, লায়ন মোঃ মোবারক হোসেন, ড. শামীম আরা, হাসিনা মমতাজ, মোঃ অহিদুল ইসলাম, তারিক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আমিরুজ্জামান জুয়েল, আসাদুল হাকিম,সহ সাধারণ সম্পাদক অমিত পন্ডিত, লায়ন মোঃ জহিরুল আলম নিউটন, লায়ন হালিমা বেগম, সাংগঠনিক সম্পাদক: গোপীনাথ প্রসাদ, কোষাধ্যক্ষ মোঃ আবুল বয়ান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রণজিৎ কুমার সরকার, মহিলা সম্পাদক ফরিদা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইকবাল হাসান, নাট্য ও বিনোদন সম্পাদক তপন রায়, ধর্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, সদস্য দুলাল কুমার সরকার, অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, মোছাম্মৎ জোহরা ফেন্সী মাহমুদা, মোঃ ইকবাল হোসেন,মোঃ শাকিল আহাদ।