বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন: সভাপতি  লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন: সভাপতি  লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক

রিপোর্টারের নাম / ৪৭৪ বার
আপডেট সময় :: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

মহুয়া সাংস্কৃতিক পরিষদ, ঢাকা-এর কমিটি গঠন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই (বুধবার) রাজধানীর মতিঝিলস্থ সোনাকল্যাণ ভবনে সাহিত্য, সংস্কৃতি ও কবিতাপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান এবং মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তিনি বলেন, সংস্কৃতি মানুষের আত্মিক বিকাশের প্রধান অনুষঙ্গ। আমরা প্রযুক্তির সাথে আগাচ্ছি ঠিকই, কিন্তু সাহিত্য ও সংস্কৃতি ছাড়া আত্মিক পরিপূর্ণতা সম্ভব নয়। মহুয়া সাংস্কৃতিক পরিষদের এই উদ্যোগ আমাদের সমাজকে সাহিত্য ও সংস্কৃতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতিত্ব করেন মহুয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন হামিদুল আলম সখা। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মহুয়া সাংস্কৃতিক পরিষদকে একটি শক্তিশালী সাহিত্যি ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে পরিণত করা। কবি-সাহিত্যিকদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত সাহিত্য সভা ও পাঠচক্রের আয়োজন করব।

প্রধান আলোচক ছিলেন কথাশিল্পী লায়ন মনজুর উল হক। তিনি বলেন, কবিতার মাধ্যমে সমাজকে আলোকিত করা যায়। একটি জাতিকে মূল্যবোধে সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। শুধু কবিতা নয়, গান, আবৃত্তি, নাটক—এই সবকিছুই সংস্কৃতির অংশ। মহুয়া সাংস্কৃতিক পরিষদের ব্যতিক্রমধর্মী এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করেছে। মহুয়া সাংস্কৃতিক পরিষদ এরকম অনুষ্ঠান নিয়মিত করুক—এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কবিতা পাঠের পর্ব। এতে বিভিন্ন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে মহুয়া সাংস্কৃতিক পরিষদ, ঢাকা’র কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) গঠন করা হয়। এতে সভাপতি হন লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক। কমিটির অন্যরা হলেন, নির্বাহী সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার,সহ সভাপতি চৌধুরী নূরুল হুদা, লায়ন মোঃ আবুল হাশেম, লায়ন মোঃ মোবারক হোসেন, ড. শামীম আরা, হাসিনা মমতাজ, মোঃ অহিদুল ইসলাম, তারিক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আমিরুজ্জামান জুয়েল, আসাদুল হাকিম,সহ সাধারণ সম্পাদক অমিত পন্ডিত, লায়ন মোঃ জহিরুল আলম নিউটন, লায়ন হালিমা বেগম, সাংগঠনিক সম্পাদক: গোপীনাথ প্রসাদ, কোষাধ্যক্ষ মোঃ আবুল বয়ান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রণজিৎ কুমার সরকার, মহিলা সম্পাদক ফরিদা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইকবাল হাসান, নাট্য ও বিনোদন সম্পাদক তপন রায়, ধর্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, সদস্য দুলাল কুমার সরকার, অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, মোছাম্মৎ জোহরা ফেন্সী মাহমুদা, মোঃ ইকবাল হোসেন,মোঃ শাকিল আহাদ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!