মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
বিশ্বব্যাপী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে – খাদ্য উপদেষ্টা শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মৃত্যু ঘরে ঢুকে ছুরিকাঘাত; আ.লীগ নেতার মায়ের মৃত্যু সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর গোলাম আহম্মদ খান সাংবাদিক বাড়িতে আসায় এক বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা; সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরকারি প্রাথমিকে “মিড ডে মিল” (স্কুল ফিডিং) আপাতত হচ্ছে না, চালু হওয়ার আশ্বাস সেপ্টেম্বরে নকলার ইউএনও হিসেবে জাহাঙ্গীর আলমকে পদায়ন দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের

নাগেশ্বরীতে মাদ্রাসাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রুবেল হোসেন, নাগেশ্বরী প্রতিনিধি / ২০৫ বার
আপডেট সময় :: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

নাগেশ্বরী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশ সহ পাঁচ দফা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সাধারণ জনগণ অংশ নেন।

৫ দফা দাবিসমূহ:
১. প্রকল্পটি স্থায়ীকরণ করতে হবে এবং কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে বাস্তবায়ন করা যাবে না।
২. মাহে রমজানের মধ্যেই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (০৮ পর্যায়) পাস করতে হবে।৩. শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
৪. প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র হস্তান্তরের সুযোগ দিতে হবে।
৫. শিক্ষক-শিক্ষিকারা অসুস্থ, অবসরপ্রাপ্ত বা মৃত্যুবরণ করলে একটি শিক্ষক তহবিল গঠন করে এককালীন আর্থিক সহায়তা দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে প্রকল্পটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে এটি পাস করা হোক।

এ সময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন এবং সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!