‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ মে রবিবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দলনের শেরপুর জেলার আহ্বায়ক মামুনুর রহমান, শেরপুর প্রেসক্লাবের এক অংশের সভাপতি কাকন রেজা সহ আরো অনেকেই।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ৩ দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মেলা ২০২৫ এর সহযোগীতায় ছিলেন ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্প।
এ মেলায় শেরপুরের বিভিন্ন খতিয়ানের জমির নামজারি ও জমা খারিজ করা হবে। র্যালি শেষে জেলা প্রশাসক মোহদয় বলেন, দলিল দ্বারা মালিকানা অর্জিত হয়। নামজারি ও জমাখারিজ দ্বারা মালিকানা সরকারি স্বীকৃতি লাভ করা যায়। তাই সকলের প্রতি ভূমি মেলায় অংশগ্রহন করার জন্য আহ্বান করা হল।