বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

নূরুন্নবী ইমন , শ্যামনগর প্রতিনিধি / ৬৬১ বার
আপডেট সময় :: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সাতীরার শ্যামনগরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা, হুমকি ও হয়রানির অপচেষ্টার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ( মঙ্গলবার ) সকাল ১১ টায় শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে এ সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লা‌বের সভাপতি , সহযোগী অধ্যাপক সামিউল আযম মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্ট্যাফ রিপোর্টার সাতীরা জেলার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

প্রধান অতিথি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু বর্তমানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হয়রানি, হুমকি ও আইন বহির্ভূত বাধার সম্মুখীন হচ্ছেন, যা কেবল গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত হানে না, বরং গণতন্ত্রের চর্চাকেও বাধাগ্রস্থ করে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। অথচ তারা যখনই সত্য তুলে ধরতে যান, তখনই বিভিন্ন রাজনৈতিক হস্তেেপ বা ব্যক্তির দ্বারা নানা ষড়যন্ত্রের শিকার হন। প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেনসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাঃ আবু কওছার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেস ক্লা‌বের সভাপতি বিলাল হোসেন, সীমান্ত প্রেস ক্লা‌বের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন, উপকুল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোটার্স ক্লা‌বের আহবায়ক খলিল হোসেন, অনলাইন নিউজ কাবের আহবায়ক মারুফ হোসেন মিলন, আবু তালেব, হোসাইন বিন আফতাব, মোমিনুর রহমান, আলফাত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের সোহাগ হোসেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!