- - https://dailyjogajog.com -

শেরপুরে ইয়াতিমদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল

শেরপুরে ইয়াতিমদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইয়াতিম শিক্ষার্থী ও অনাথ শিশুদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আমির মাওলানা নূরুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর -১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

শেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া।

এছাড়াও পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডাঃ হাসানুজ্জামান, সহ-সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও মাদরাসা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুই শতাধিক ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।