শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
টপ নিউজ::
নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে কর্মশালা সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত একযোগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:জেনারেল ওয়াকার-উজ জামান বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি; অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন বেলকুচিতে বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন মাদকে সয়লাব নাসিরনগর, ধ্বংসের পথে যুব সমাজ নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক সংস্কারের অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে কবরের আগে দেখা মিলল আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি / ৩০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ১১:৩০ টার দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। গতকাল রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের।

ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। কিন্ত ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায় স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহৃ দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!