শেরপুরের নকলায় শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ চার জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা (ডাকাতিয়া কান্দা) এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় রাসেলের ছেলে মো. আল-আমিন (৪), কফিল উদ্দিনের স্ত্রী রুমেসা (৬৫), রুবেলের স্ত্রী নাজমা (৩০) ও দেড় বছরের শিশু ইলমা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ডাকাতিয়া কান্দা এলাকার কফিল মিয়ার বাড়ির পিছনের মাঠে খেলা করার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি শিয়াল বেড়িয়ে এসে আল-আমিন নামে এক শিশুকে কামড় দেয়। তার ডাক চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে তাদেরকেও শিয়ালটি তাড়া করে এবং আরো ৪ জনকে কামড়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগ থেকে তাদেরকে চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈমা ইসলাম পিংকি ও উপসহকারী মেডিকেল অফিসার রাশিদুল ইসলাম শিয়ালের কামড়ে আহত ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের ভ্যাকসিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তারা।
এলাকাবাসীর মধ্যে অনেকে জানান, শিয়ালটি নিশ্চিয়ই পাগল ছিলো। তাই শিয়ালটি নির্ভয়ে লোকালয়ে এসে মানুষকে কামড়াচ্ছে। তবে পাগলা শিয়ালের ভয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে এলাকার সবাই নিজ নিজ ঘরে নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে সরেজমিনে দেখা গেছে।