বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

টেলিকম খাতের শ্বেতপত্র প্রকাশ ও স্বাধীন বিটিআরসি’র দাবি ইঞ্জিনিয়ার ইশরাকের

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার
আপডেট সময় :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

আওয়ামী শাসনামলে টেলিযোগাযোগ খাতে নীরবে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। হাসিনা পরিবারের সরাসরি মদদে লুটপাটের এই মহাযজ্ঞ চলেছে উল্লেখ করে অচিরেই এই খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই সাথে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।

এসময় ইশরাক হোসেন আরও বলেন, বিগত সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছিলো। তারা নিজেদের স্বার্থ রক্ষায় বিটিআরসি’র স্বাধীনতাকে খর্ব করেছে এবং রাজনৈতিক স্বার্থে ইন্টারনেট শাটডাউন করেছে। তিনি বলেন, ‘বিটিআরসি এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। লাইসেন্স প্রদানসহ নীতিমালা বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যা সংস্কারের প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের করের টাকায় গড়া ইনফো সরকার-১ ও ২ এর মতো অবকাঠামোকে বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ফলে ইন্টারনেট সেবা মনোপলির কবলে পড়েছে এবং গ্রাহকরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।’

সভায় টেলিকম বিশেষজ্ঞ মুস্তাফা মাহমুদ হুসাইনের মূল প্রবন্ধ উপস্থাপনের পর অন্যান্য বক্তারাও খাতটির নানাবিধ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।

সভায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, রবি’র সিনিয়র ডিরেক্টর অনামিকা ভক্ত, গ্রামীণফোনের হোসেন সাদাত, এমটবের হেড অব কমিউনিকেশন আব্দুল্লাহ আল মামুনসহ খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!