রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

দীর্ঘ প্রতিক্ষার পর শেরপুর অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন

ছামিউল আলম সোহান, শেরপুর সদর (শেরপুর) / ৬৯ বার
আপডেট সময় :: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

শেরপুর জেলার শহরের পৌরসভার অষ্টমী তলায় দীর্ঘদিন ৩ বছর পর ২৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় টায় শেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বাস চলাচলের মধ্যে দিয়ে অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আঃ আউয়াল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন, শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিকদল সভাপতি মোঃ শওকত হোসেন প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি প্রকল্পের ৬ কোটি টাকা ব্যয়ে অষ্টমীতলা আন্তঃজেলা আধুনিক বাস টার্মিনালটি ২০২১ সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সেই সাথে টার্মিনালটি চালু হওয়ায় শেরপুর জেলা শহরের যানজটের নিরসন মুক্ত হলো।
বক্তব্য শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে টার্মিনালের উদ্বোধন করেন।

এসময় অন্যান্য মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল লায়েছ মোঃ বজলুর করিম, সহকারি প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শেলিম আলম, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!