বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা / ৪৪৪ বার
আপডেট সময় :: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাসে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ি তিতাস উপজেলার মাছিমপুর খাঁন বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিল পূর্ব আলোচনার শুরুতেই তিনি শহিদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি যেন সুস্থ হয়ে আবার নেতৃত্ব গ্রহণ করতে পারেন, সেই প্রার্থনা ও সকলের নিকট দোয়া কামনা করেন।

ইফতার পূর্ব আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান বলেন,’শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ লোক ছিলেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সৎ এই তিন সৎ লোকের আদর্শে আমি অনুপ্রাণিত। তাই আমি আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের উৎসাহ- উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘যারা হোমনা, মেঘনা ও তিতাসে কমিটি বাণিজ্য, বালু মহাল,চাঁ*দাবাজি, জমি দ*খল করেন তাদের স্থান আগামীর বিএনপিতে হবে না, আপনাদেরকে সাথে নিয়েই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।’

তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে দোয়া ও ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.মাফুজুল ইসলাম,তিতাস উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো.এমদাদুল হক ফুল মিয়া, হোমনার মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মেঘনা উপজেলার মানিকারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো.আবুল কাশেম, গোবিন্দপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন,মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো.আতাউর রহমান,হোমনা আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম, বিএনপি নেতা মনির হোসেন ভূঁইয়া, হুমায়ুন, শাহজালাল ও আদিলুর রহমান আদিল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে হোমনা-মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুইস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকার সুবাদে ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান হোমনা, মেঘনা ও তিতাসের উন্নয়নে ৫ বারের সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমকে আনোয়ারের কাজে সার্বিক সহযোগিতা করে দ্রুতগতিতে এসব এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও বিএনপির দুর্দিনে নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, ঠিক সেসময়েও নিজের জীবন বাজি রেখে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে রাজপথে দেখা গেছে। তিনি হোমনা,মেঘনা ও তিতাসে ২০২৪ সালে নিজস্ব অর্থায়নে বন্যার্তদের ত্রাণ সামগী দিয়ে সহযোগিতা করেছেন গত কয়েক বছরে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ফলে মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!