বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
টপ নিউজ::
বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি; অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন বেলকুচিতে বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন মাদকে সয়লাব নাসিরনগর, ধ্বংসের পথে যুব সমাজ নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক সংস্কারের অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি উদ্বোধন নোয়াখালীতে উত্তরা ব্যাংকের সম্পত্তি কোর্টের রায়ে ৪৫ বছর পর উদ্ধার শ্রীবরদীর কাঁচা রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগ চরমে জামালপুরে বিএনপি নেতার গুদাম থেকে ৫ হাজার কেজি সরকারি চাল উদ্ধার বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের দারিদ্র্য হ্রাসকরণে পিকেএসএফ-এর চলমান প্রকল্পগুলিতে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাইকা

নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) / ৩৭ বার
আপডেট সময় :: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতি।

১৯ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ঘটিকার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃতায়, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নাসিরনগর শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম শেখ বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় বিচারের দাবিতে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সিক্তা রাণী দত্ত, তাহমিনা বেগম, সহকারি শিক্ষক আকবর হোসেন, সঞ্জয় দেব, মনির হোসেন, সৈয়দ মিয়া, লিটন দেব নাথ, ফয়সাল আহমেদ।

গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হামলার শিকার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দানুর স্ত্রী তাহমিনা বেগম বলেন, সন্ত্রাসী সাবেক মেম্বার গেছু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সহ আরো অনেকেই আমার স্বামীর উপর দা,কোরাল, রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে আঘাত করেন। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের সুষ্ট বিচার চাই।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রধান শিক্ষক নিজগ্রাম গুনিয়াউক থেকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দুর্বৃত্তরা আক্রমণ চালায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে আনার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!