- - https://dailyjogajog.com -

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঞ্জুয়ারভিটা এলাকার কথিত মাদক ব্যবসায়ীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক নির্মূলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ (২০/০৫/২০২৫) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলার (উপজেলা গেট)-এ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, সাঞ্জুয়ারভিটা এলাকার একটি চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ বিপদ। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, তাদের হয়রানি করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা এই মামলা প্রত্যাহার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের নিকট প্রদান করা হয়।