মাগুরায় দুলাভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর শিশু আছিয়ার ধর্ষক প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় হয়েছে। শনিবার ১৭ মে সকালে মাগুরা জর্জ কোর্ট এর নারী ও শিশু আদালতে এ রায়ের আদেশ দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের পৌর এলাকার নিজনান্দুয়ালীতে বোনের শ্বশুর হিটু শেখ তাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যার চেষ্টা করে। সবশেষে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার ৮ মার্চ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেন। মামলায় সর্বমোট ২৯ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। ১৩ মার্চ সকল যুক্তি তর্ক শেষে মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ১৭ মার্চ এ মামলার চুড়ান্ত রায়ের দিন নির্ধারন করেন। সেই মোতাবেক শনিবার ১৭ মার্চ মামলাটির রায় প্রদান করে মামলার প্রধান আসামি হিটু শেখকে ফাঁসি এবং বাকি ৩ আসামি যথাক্রমে সজীব শেখ,রাতুল শেখ ও জাহেদা বেগমকে বেকুসুর খালাস প্রদানের রায় ঘোষনা করেন।
এই মামলাটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে রাষ্ট্র পক্ষ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিশেষ কৌসুলি হিসেবে অ্যাটনি জেনারেল সমমর্যাদা প্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজীকে এই মামলার প্রধান আইনজীবী হিসেবে নিযুক্ত করেন। প্রধান আইনজীবী এহসানুল হক সমাজী মামলার রায় শেষে সাংবাদিকদের বলেন,স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার রায় আজকে ঘোষিত হয়েছে। মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদন্ড দেয়ায় প্রসিকিউশনের দাবী অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সন্তুষ্ট হয়েছি।তবে বাকি ৩ আসামিকে বেকসুর খালাস দেয়ায় আমরা আগামীতে সব কিছু খতিয়ে দেখে আপিল করার পরিকল্পনা করবো।