বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
টপ নিউজ::
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া বেলকুচি উপজেলার ইউএনও এর সাথে মুক্তিযোদ্ধা সন্তানদের শুভেচ্ছা ও মতবিনিময় নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু কোস্টগার্ডের ওপর হামলা, সাড়ে ১০ কোটি টাকার জালসহ ৩৩ জন জেলে আটক নোয়াখালীতে ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় নকলায় শিয়ালের কামড়ে আহত ৪ প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প হাসিনা-কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল নকলায় শিশুর কাঁধে অবর্ননীয় গুরু দায়িত্ব

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার / ৭ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের হালনাগাদ তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২২ জুলাই মঙ্গলবার (মঙ্গলবার ) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। এ ছাড়া একটি যোগাযোগের জন্য সুনির্দিষ্ট ব্যক্তির নম্বরও (ফোকাল পয়েন্ট) দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জনই রয়েছে। এর মধ্যে ১৭টি শিশুর নাম ও বয়স পাওয়া গেছে। এ ছাড়া পাইলটসহ চারজন প্রাপ্তবয়স্কের নামও রয়েছে। তবে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা কমে ৭০ জন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে শিক্ষার্থী ৪০ জন, শিক্ষক ৬ জন, সেনাসদস্য ১৫ জন, স্কুল স্টাফ ১ জন, দমকলকর্মী ১ জন, পুলিশ ১ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, মেইড ১ জন এবং অন্যান্য ৪ জন।

হালনাগাদ তালিকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর

পরিচালনায়

সম্পাদক

মুহম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)

ঠিকানা

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:

৮৩/বি, মৌচাক টাওয়ার,
মালিবাগ মোড়, মালিবাগ,

ঢাকা – ১২১৭
ফোন: ০২-৪৮৩২২৫১৭

Theme Created By ThemesDealer.Com