রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী

মো: ছামিউল আলম সোহান, শেরপুর / ১০১ বার
আপডেট সময় :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

শেরপুর জেলার সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের কাছেও সহযোগিতা চাইলেন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। শুক্রবার রাতে নিজ বাসভবনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর শেরপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশের ৬৩ জেলায় উন্নয়ন হলেও অন্য সব জেলার থেকে উন্নয়ন থেকে পিছিয়ে আছে শেরপুর। আমাদের এ অবহেলিত জেলাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতার প্রয়োজন।

হযরত আলী আরো বলেন, সব উন্নতির আগে আমাদের মানসিক উন্নতির প্রয়োজন। মানসিক উন্নতি ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। এখানকার বেশ কিছু সমস্যা রয়েছে। জেলাবাসীর প্রানের দাবী রেলপথ, মেডিক্যাল কলেজসহ নানা সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। শেরপুর সদর উপজেলাকে সমৃদ্ধ করতে আপনারা লেখালেখি ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। এসব লেখালেখি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।’

তিনি সাংবাদিকদের আরো বলেন, তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গুলো করবো। যাতে করে যোগ্যরা মূল্যায়িত হন। শেরপুর থেকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলবাজ মুক্ত সুন্দর শেরপুর গড়তে প্রশাসনসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আওয়াল চৌধুরী, বিএনপি নেতা এডভোকেট সামিউল ইসলাম আতাহার, মামুনুর রশীদ পলাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!