- - https://dailyjogajog.com -

বেলকুচি উপজেলার ইউএনও এর সাথে মুক্তিযোদ্ধা সন্তানদের শুভেচ্ছা ও মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানকে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়েছে।

বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান।

এসময়  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক জাহিদুল  হক আজিম, বীর মুক্তিযুদ্ধার সন্তান বিপ্লব সরকার, দুলাল সরকার, জিল্লুর রহমান, বাবলু মেম্বার, মহিউদ্দিন সরকার, নুর মোহাম্মদ প্রমুখ। তারা ইউএনও’র দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফরিন জাহান মুক্তিযোদ্ধা সন্তানদের এই সৌজন্য সাক্ষাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, তাদের সন্তানদের পাশে থাকাও আমাদের দায়িত্ব।”