- - https://dailyjogajog.com -

প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প

২১ শে জুলাই (সোমবার) বিকাল তিনটায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৬১ নং ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফেইথ ইন এ্যাকশন দ্বারা পরিচালিত ভেটখালী -রমজাননগর সিসিসি ও সুন্দরবন ছায়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এলাকার প্রতিবন্ধী ও প্রবীনদের মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে গ্রাম্য চিকিৎসক অমল কৃষ্ণ বৈদ্য, হরশিত মন্ডল, মোঃ আইয়ুব আলী, শ্যামল কান্তি গায়েন, সন্দীব কুমার যোদ্দার চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।

স্বাস্থ্য সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন সাত-আইসিডিপির প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রকল্প কর্মকর্তা শমূয়েল সাংমা, হিসাব রক্ষক যোশি দাস, সিসিসির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সম্পাদক সালাম গাজী, কোষাধক্ষ্য ওমর ফারুক, পিআই সভানেত্রী সুষমা রানী মন্ডল, সহসভাপতি রবিউল ইসলাম, মাঠ সংগঠক দীপক দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ।