বরিশাল-৫ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের ডিসি তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, গতকাল (শুক্রবার) তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করলে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।