রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রেমের ফাঁদে পড়ে সংসার ভাঙ্গলো প্রবাসী ফিরোজার

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া / ৩৮ বার
আপডেট সময় :: সোমবার, ৫ মে, ২০২৫, ১:১৩ অপরাহ্ন

প্রতিবেশীর প্রেমের ফাঁদে পড়ে সংসার ভাঙ্গলো প্রবাসী ফিরোজার। নতুন প্রেমিকের প্রেমের আশ্বাস পেয়ে প্রথম সংসার ত্যাগ করেন ফিরোজা। দ্বিতীয়বার ঘর বাঁধেন প্রবাসী প্রেমিক মোর্শেদ আলমের সঙ্গে। দ্বিতীয় সংসারটিও বেশি দিন স্থায়ী হয়নি। নতুন করে ঘর বাঁধার পর কিছু দিন যেতে না যেতেই মোর্শেদ তাকে ডিভোর্জ দিয়ে দেয়। শেষ হয়ে যায় তাদের দাম্পত্যজীবন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে।

সরেজমিনে কালিউতা গ্রামে গিয়ে জানা গেছে এমন তথ্য। স্থানীয়রা জানায় ফিরোজা ও মোর্শেদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মোর্শেদ বেকার হওয়ায় ফিরোজার পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। পরে পরিবারের পছন্দে ফিরোজার অন্যত্র বিয়ে হয়। তবুও গোপনে চলতে থাকে তাদের প্রেম। একপর্যায়ে মোর্শেদের প্রেমের প্রলোভনে পড়ে ফিরোজা তার প্রথম স্বামীকে ডিভোর্জ দেন। এরপর দুজনেই পাড়ি জমান বিদেশে। ফিরোজা সৌদি আরব আর মোর্শেদ মালদ্বীপে।

প্রবাস থেকে দেশে ফিরে প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থে ফিরোজা একটি বাড়ি নির্মাণ করেন। আর জমি ও অন্যান্য সম্পত্তি রাখা হয় মোর্শেদের নামে। মোবাইল ফোনের মাধ্যমে তিন বছর হলো তাদের বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন শান্তিপূর্ণভাবে চললেও বাবার বাড়ির সাথে স্বামীর বাড়ির একটি পুরনো জমি-সংক্রান্ত মামলা নিয়ে দাম্পত্যকলহ শুরু হয় ফিরোজার। অভিযোগ রয়েছে, এ নিয়ে মোর্শেদ ফিরোজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং একপর্যায়ে ডিভোর্জ পাঠিয়ে দেন।

ফিরোজা বেগম বলেন, “প্রথম স্বামীর কাবিনের টাকা দিয়ে মোর্শেদকে বিদেশ পাঠাই। মায়ের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে ঘর ও আসবাবপত্র ক্রয় করি। সবই করেছি মোর্শেদের জন্য। কিন্তু আজ মোর্শেদ আমাকে ছেড়ে দিয়েছে।”

বর্তমানে পরিবার ও সমাজ থেকে অবহেলিত হয়ে দুঃসহ এক জীবন পার করছেন ফিরোজা। তবুও মোর্শেদের প্রতি ভালোবাসা হারাননি। ফিরোজা বলেন, আমি এখনও ওকে ভালোবাসি। ওর সংসারে ফিরতে চাই। সব কিছু হারিয়ে ফিরোজা আজ নিঃস্ব অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!