বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
টপ নিউজ::
ভালুকায় ফাঁসিতে ঝুলে যুবতীর আত্মহত্যা সিরাজগঞ্জে উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি, জনমানুষের দুর্ভোগ শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির কার্যালয় ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন বিশ্বব্যাপী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে – খাদ্য উপদেষ্টা শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মৃত্যু ঘরে ঢুকে ছুরিকাঘাত; আ.লীগ নেতার মায়ের মৃত্যু সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর গোলাম আহম্মদ খান সাংবাদিক বাড়িতে আসায় এক বৃদ্ধা নারীকে পিটিয়ে আহত সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা; সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নেছারাবাদ বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে দূর্বৃত্তদের আগুন

সোহেল রায়হান, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি / ৭৭৩ বার
আপডেট সময় :: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক তুখোর ছাত্রনেতা মোঃ সোহেল রানা মৃধা’র বাড়িতে তার বসবাসরত পুরোনো কাঠের ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাত আড়াই টা থেকে তিনটার দিকে তার বসবাসরত পুরনো কাঠের ঘরের পিছন সাইট পাকের ঘরের এক কোনায় দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। যখন আগুন ধাউধাউ করে জ্বলা শুরু করে তখন সোহেল মৃধার ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল – তার স্ত্রী দুই সন্তান তার শাশুড়ী ও তিনি নিজে। একপর্যায়ে তার স্ত্রী ঘরের পিছন থেকে শব্দ শুনতে পেয়ে তার স্বামী সোহেল মৃধাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তাকে বলে যে, বাহিরে কিসের যেনো শব্দ হচ্ছে। পরে তারা দুজনেই ঘরের বাহিরে বের হয়ে দেখতে পান তাদের পিছনের পাক ঘরে আগুন জ্বলছে। তখন তারা চিৎকার চেচামেচি করলে আসপাশের প্রতিবেশীরা এসে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে ঘরের কিচুটা অংশ পুড়ে গেছে এবং পাক ঘরের উপরিভাগে আগুন লেগেছিল যেটা চুলার প্রায় ২/৩ ফিট উপরে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ ব্যপারে ভুক্তভোগী সোহেল রানা মৃধা শীর্ষ খবরকে বলেন, রাত আড়াইটার দিকে আমার ঘরে আগুন লাগে এতে ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়, আমরা নিজেরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দূর্বৃত্তরা আমার ঘরে আগুন দিয়ে আমাকে এবং আমার পরিবারকে পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এলাকায় আমার রাজনৈতিক জনপ্রিয়তা দেখে এই প্রতিহিংসার ষড়যন্ত্র। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় খবর পেয়ে স্বরুপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাত্ক্ষণিক ঘটনাস্থলে আসেন কিন্তু তারা আসার আগেই আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে শুক্রবার সকালে নেছারাবাদ থানার এসআই মোঃ মনিরুজ্জামান সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিকেলে নেছারাবাদ থানার তদন্ত অফিসার মোঃ রায়হান আহম্মেদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি শীর্ষ খবরকে বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে তথ্য প্রমানের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় নেছারাবাদ থানায় ভুক্তভোগী সোহেল রানা মৃধা বাদী হয়ে একটি অজ্ঞ্যত মামলা রজু করেছেন।

এ ব্যপারে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই নেক্কারজনক ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!