- - https://dailyjogajog.com -

শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি

শেরপুরের জেলার শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

আজ ৩০ জুন সোমবার ভোরে ঝগড়ারচর দক্ষিণ বাজারের মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরে আগুনে পুড়ে দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দোকানের মালিক বিল্লাল মিয়া জানান,ভোরবেলায় ঘুমে থাকায় বাজারের লোকজনের কাছে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কোন মালামাল বের করতে পারি নাই।পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই ঘন্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আমাদের সমস্ত মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়। এঘটনায় সবকিছু হারিয়ে আমরা পথে বসে গেছি।

এব্যাপারে শ্রীবরদী ফায়ার সার্ভিস এর সাব স্টেশন অফিসার আশরাফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জের ফায়ার সার্ভিসে দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারের আশেপাশে কোন পুকুর না থাকায় আগুন নেভাতে খুব বেগ পেতে হয়।