বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

‘ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ফরিদ হোসাইন

শওকত আলী হাজারী / ১০৯ বার
আপডেট সময় :: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন অভিনেতা ফরিদ হোসাইন।

‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় নাটক ‘জিম্মাদার’-এ অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই অনন্য পুরস্কার পান ফরিদ হোসাইন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ফরিদ হোসাইনের হাতে পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

সম্মাননা প্রসঙ্গে অভিনেতা ফরিদ হোসাইন উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা ও দায়বদ্ধতা বেড়ে যায়। কোনো নির্দিষ্ট গতিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বৈচিত্র্য আছে এমন গল্পে কাজ করতে চাই।’

ফরিদ হোসাইন অভিনিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- প্রডিউসার, কালো জামাই, ট্রাফিক সিগন্যাল, পাগলের মেলা, মি. পারফিউম, দজ্জাল বৌ, ভাঙ্গন, বিয়াইসাব, মনের মতো বৌ চাই, মূর্খ জামাই, চোট পার্টি, ঘরজামাই পরজামাই, মায়ের ইচ্ছা, জিম্মাদার, সুদখোর, অন্ডার মেট্রিক বেয়াদব, নানা বাড়িতে ঈদ, ভাড়াটে জামাই, বরিশাইল্যা বাটপার, মহল্লার জামাই, গুরু, বিশ্ব বাটপার, আইনের মারপ্যাচ, বন্ধু তুমি আমার, অস্থির ডাইরেক্টার ইত্যাদি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!